fbpx

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

সিলেট যাবেন আর পানসী রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া হবে না, তা-কি হয়? বিফ-সাতকরা, রানি মাছ, হাওরের চিতল মাছ, বোয়াল মাছ, হাঁসের ও গরুর মাংসের আখনি, নানা পদের ভর্তা, বটি কাবাব, সিক কাবাব, জালি কাবাব, টিক্কাসহ পানসী’র সব রকমের খাবার মানেই সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী আর আদি খাবারের আসল স্বাদ। তাইতো ‘নগদ’ এবার আপনাদের জন্যই পানসী’র সব রকমের খাবারে নিয়ে এসেছে দারুণ ক্যাশব্যাক অফার। এখন পানসী’র খাবার বিলে ‘নগদ’-এ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০% (সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক!

 

শর্তাবলিঃ

 • ‘নগদ’ গ্রাহক পানসী থেকে যেকোনো খাবার ক্রয় করলে প্রতিটি লেনদেনে ১০% বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
 • ‘নগদ’ গ্রাহকরা এই ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ৩ (তিন) বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
 • ‘নগদ’ গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন যদি তারা শুধু নগদ অ্যাপ এবং ইউএসএসডি ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টটি করেন।
 • গ্রাহকরা পানসী’র সকল ৭টি আউটলেটেই এই ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে পারবেন।
 • এই ক্যাম্পেইনটি ০১ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলবে।
 • এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে ‘নগদ’-এর গ্রাহকের একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।
 • ‘নগদ’ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
 • এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
 • ‘নগদ’ ঘোষণা করে যে,

ক) ‘নগদ’ বা ‘নগদ-এর কোন প্রতিনিধি, কোন সময়েই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) নাম্বার চাইবে না।

খ) ইহা গ্রাহককে কোন প্রকার লেনদেন করতে বলবে না।

গ) ইহা গ্রাহককে শুধু ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই ক্যাম্পেইন-এর আওতায় ‘নগদ’-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য গ্রাহক ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন ।

উপরিউক্ত ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য গ্রাহকের কোন ক্ষতি সাধিত হলে ‘নগদ’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 • এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহক ‘নগদ’-এর হটলাইন নাম্বারে (১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭) অবহিত করবেন।
 • উক্ত শর্তাবলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয় সংঘর্ষ হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।