fbpx

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

বর্তমানে করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বসহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং জনজীবন স্থবির হয়ে গেছে প্রায়। দেশের এই সংকটকালে  ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকাটা খুব জরুরি। “মানুষ বাঁচলেদেশ বাঁচবে” এই বিশ্বাস থেকেই  নগদ পাঁচ (৫) ধরনের ব্যবসা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের (যারা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ) পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে- ঔষধ বিক্রেতা (ফার্মেসি), নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রেতা (গ্রোসারি), ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং বাজারের বিক্রেতা। নগদ এই ব্যবসাগুলোর অর্থনৈতিক লেনদেনকে আরো সহজ করতে নিয়ে এসেছে “স্বাধীন” পরিসেবা। “স্বাধীন” এর মাধ্যমে এইসব সম্মানিত ব্যবসায়ীরা সহজেই এবং সব থেকে কম খরচে প্রাপ্ত মালামালের পরিবর্তে অন্য স্বাধীন মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে পারবেন যে যার প্রয়োজন মতো। এবার লেনদেন হবে স্বাধীন।